মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে ভোর ৬.৪২ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার বিজয়স্তম্ভ, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং সকাল ১০টায় র্ভাচুয়াল প্লাটফর্ম জুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রায়ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে ফুল দিয়ে সংবর্ধনা ও উপহার সামগ্রী বাড়ীতে পৌঁছে দেয়া হয়।