Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

খবর

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং পৌর মেয়র কাজিউল ইসলাম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখে সভায় বক্তারা বক্তৃতা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সর্বশেষে জেলা শিশু একডামি কর্তৃক আয়োজিত রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুড়িগ্রাম।

ছবি


ফাইল


প্রকাশনের তারিখ

২০২২-১২-১৬

আর্কাইভ তারিখ

২০২৩-০৮-৩১