ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন
দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনের শুরুতেই জেলার সকল শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পদচারণায় এসময় মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
কুইজ প্রতিযোগিতা শেষে বেলা ৪ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মীর্জা মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মোঃ মিনহাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেদুল হাসান, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, মেলার স্টলে অংশগ্রহণকারীবৃন্দ এবং দর্শনার্থীরা। চারটি প্যাভিলিয়নে পৃথকভাবে বিজয়ী নির্ধারণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও এসময় পুরস্কৃত করা হয়।
মেলার দুইদিনই ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা তথ্য অফিস (১ম দিন) ও জেলা শিল্পকলা একাডেমির (২য় দিন) পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা জেলার সাধারণ জনগণ উপভোগ করেন। দ্বিতীয় দিনের সর্বশেষ পরিবেশনা হিসেবে ছিল স্থানীয় ঐতিহ্যবাহী কুশান গান যা ব্যাপক দর্শকনন্দিত হয়। সর্বোপরি, কুড়িগ্রাম জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় একটি স্বার্থক মেলা সাংস্কৃতিক আয়োজন করা সম্ভব হয়েছে।