গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র বিষয়ক
তথ্য ও সেবা কেন্দ্রের নামঃ নাগেশ্বরী পৌরসভা ডিজিটাল সেন্টার
নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মোবাইলঃ ০১৭৩৫-৪৮০ ৫৭৮
Skype: nageswari.pouroshava, Facebook: Nageshwari Pdc
উদ্যোক্তা প্রোফাইল
ক্রমিক নং | নাম | পদবী | ই-মেইল নম্বর | মোবাইল নম্বর |
০১ | মোঃ মাহবুব আলম | উদ্যোক্তা (পুরুষ) |
mahbubalam.pavel@gmail.com |
০১৭৩৫-৪৮০৫৭৮ |
০২ | মোছাঃ শিরিনা আক্তার লিমা | উদ্যোক্তা (মহিলা) |
sherinmahbub@gmail.com |
০১৭৬৭-১৬৮৩৭৮ |
পৌরসভার সাথে যোগাযোগের মাধ্যম
ঠিকানাঃ |
নাগেশ্বরী, কুড়িগ্রাম। |
টেলিফোন নম্বরঃ |
০৫৮২-৬৫৬০৫৫ |
ফ্যাক্স নম্বরঃ |
০৫৮২৬৫৬০৫৫ |
মোবাইল নম্বরঃ |
০১৭১৬-৩১৮৩৯৪ |
ই-মেইল নম্বরঃ |
nagpouro@gmail.com |
ওয়েব সাইট ঠিকানাঃ |
paurainfo.gov.bd |
মেয়রের প্রোফাইল
পৌরসভার মেয়রের নাম |
জন্ম তারিখ |
শিক্ষাগত যোগ্যতা |
ঠিকানা ও মোবাইল নম্বর |
মোহাম্মদ হোসেন ফাকু |
|
|
মাস্টারপাড়া উত্তর, পশ্চিম নাগেশ্বরী, নাগেশ্বরী, কুড়িগ্রাম। মোবাঃ 01716101326 |
* পৌরসভা - নাগেশ্বরী পৌরসভা ০৯টি ওয়ার্ডে বিভক্ত।
* সাংগঠনিক কাঠামোঃ
(ক) পৌর মেয়র- ০১ জন।
(খ) প্রধান নির্বাহী কর্মকর্তা- ০ জন।
(গ) প্রকৌশল বিভাগ- ০৬ জন কর্মকর্তা/কর্মচারী।
(ঘ) প্রশাসন বিভাগ- ১৫ জন কর্মকর্তা/কর্মচারী।
(ঙ) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ- ০৪ জন কর্মকর্তা/কর্মচারী।
* নাগরিক সেবাসমূহ-
(০১) উন্নয়নমূলক কার্যক্রম, যেমন- রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, ড্রেন ইত্যাদি নির্মাণ।
(০২) পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।
(০৩) বেওয়ারিশ কুকুর নিধন।
(০৪) বিশুদ্ধ পানির ব্যবস্থা।
(০৫) ১০০% স্যানিটেশন কার্যক্রম।
(০৬) গ্রাম্য শালিস।
(০৭) জন্ম ও মৃত্যু নিবন্ধন।
(০৮) পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচী।
(০৯) শিক্ষা ও সংস্কৃতিতে সহায়তাদান।
(১০) দারিদ্র বিমোচনের নিমিত্তে প্রশিক্ষণ ও সাহায্য প্রদান।
* পৌরসভার কার্যক্রমঃ
(০১) উন্নয়নমূলক কার্যক্রম।
(০২) প্রশাসনিক ইউনিট হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আন্তযোগাযোগ স্থাপন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ।
(০৩) স্বাস্থ্য ও সেবার জন্য জনগণকে সচেতন করা।
* ওয়ার্ড ভিত্তিক আওতাভূক্ত এলাকাঃ
ওয়ার্ড নং |
আওতাভূক্ত এলাকা |
০১ |
বাগডাঙ্গা মৌজা সম্পুন, সন্তোষপুর ইউপি’র অংশ গোপালপুর মৌজার গুন্ডিরচর এলাকা সমূহ যাহার পশ্চিম দিকে এগারমাথা বাজার, নেওয়াশী ইউপির উত্তর দিকে তুলার ভিটা, সন্তোষপুর ইউপির পূর্ব দিকে গোপালপুর, বলভপুর মৌজা, নাগেশ্বরী ইউপির দক্ষিণ দিকে পানাকুড়ির আংশিক নেওয়াশী ইউপি। |
০২ |
বলভপুর মৌজার অংশ বকশির খামার, হিরার খামার, কবিরের ভিটা, মালভাঙ্গা, আকালুর ভিটা, সলোর খামার ও মাছুর খামার, পশ্চিম নাগেশ্বরী মৌজার কামারপাড়া যাহার পশ্চিম দিকে বাগডাঙ্গা মৌজার, উত্তর দিকে উত্তর ব্যাপারীহাট, সন্তোষপুর ইউপি, সাপখাওয়া রায়গঞ্জ ইউপি শেষ সীমানা। পূর্ব দিকে মধুর হাইল্যাগ্রাম, দক্ষিণ দিকে কামারপাড়া পশ্চিম নাগেশ্বরী মৌজা। |
০৩ |
বলভপুর মৌজার অংশ, মন্দিরের খামার, মধুর হাইল্যা, পূর্ব নাগেশ্বরী মৌজার সম্পুর্ন, পশ্চিম নাগেশ্বরী মৌজার রুইয়ার পাড় যার পশ্চিম দিকে বলভপুর (পশ্চিম নাগেশ্বরী মৌজা), পূর্ব দিকে বামনডাঙ্গা ইউপির সীমানা, উত্তর দিকে পূর্ব সাপখাওয়া (রায়গঞ্জ ইউপি), দক্ষিন দিকে পূর্ব পয়রাডাঙ্গা মৌজা। |
০৪ |
পশ্চিম নাগেশ্বরী মৌজার অংশ পুরাতন বাজার, নতুন বাজার, বানিয়া পাড়া, ভুসুটারী, হাউরী ভিটা, মাস্টার পাড়া, মধুর হাইল্যা, সাঞ্জুয়ারভিটা, হাজীপাড়া, মনিরচর, জুম্মা পাড়া, গুপ্তপাড়া, কাজীপাড়া যার পশ্চিম দিকে বাগডাঙ্গা মৌজা, বৈদ্দটারী (নেওয়াশী ইউপি), উত্তরে বলভপুর মৌজা, পূর্ব দিকে নাগেশ্বরী বাজার, দক্ষিণ দিকে পশ্চিম পয়রাডাঙ্গা ও বদিজামাপুর মৌজার সীমানা। |
০৫ |
পশ্চিম নাগেশ্বরী মৌজার অংশ- থানাপাড়া, বিদ্যুৎপাড়া, পীরের মাজার, ঠুটাপাইকর, কলেজপাড়া, সাতানীপাড়া। নেওয়াশী ইউনিয়নের সুখাতী মৌজার অংশ- সেনপাড়া, আলগাটারী , বালাটারী, হুরকাটারী, বড়বাড়ী, ভাটিয়াটারী, বাবুরভিটা, পানাকুড়ির পূর্ব অংশ, পূর্ব বালাটারী, ফকিরটারী। ওয়ার্ডের পশ্চিমে নেওয়াশী ইউপি, উত্তরে বাগডাঙ্গা মৌজার আংশিক, বলভপুর মৌজার আংশিক (নাগেশ্বরী ইউপি), পূর্ব দিকে পূর্ব নাগেশ্বরী মৌজা, দক্ষিণে বদিজামাপুর মৌজার সীমানা। |
০৬ |
পশ্চিম নাগেশ্বরী মৌজার অংশ- বলদিটারী, গোরধারপাড়, মেছনিরপাড়, চামটারপাড়, বদিজামাপুর মৌজা সম্পুর্ন, নেওয়াশী ইউনিয়নের সুখাতী মৌজার অংশ লক্ষনটারী, চটাং, কাওয়ালীটারী, খেরবাড়ী, ওয়ার্ডের পশ্চিমে নেওয়াশী ইউপি, উত্তরে পশ্চিম নাগেশ্বরী মৌজা,পূর্বে পশ্চিম পয়রাডাংগা মৌজার সীমানা। |
০৭ |
পশ্চিম পয়রাডাঙ্গা মৌজার অংশ- বানুরখামার, খেরবাড়ী, কুটি পয়রাডাঙ্গা, বালাশিপাড়া, টপটপিপাড়া, সেনেরখামার, কাছারী পয়রাডাঙ্গা, ওয়ার্ডের পশ্চিমে বদিজামাপুর মৌজার সীমানা, উত্তর পশ্চিম নাগেশ্বরী মৌজার সীমানা ও দক্ষিণে হাসনাবাদ ইউনিয়নের সীমানা এবং পূর্ব দিকে পয়রাডাঙ্গা বিল ও ভুসরখাল ব্রীজের সীমানা। |
০৮ |
পূর্ব পয়রাডাঙ্গা মৌজার অংশ- বানিয়া পাড়া, চৌ-বাড়ী, তেলিপাড়া, সাতানী, পশ্চিমে পয়রাডাঙ্গা মৌজার অংশ নলবাড়ী, মাঝিপাড়া, বামনপাড়া, ছানীটারী। ওয়ার্ডের পশ্চিমে পূর্ব নাগেশ্বরী ও পশ্চিম পয়রাডাঙ্গা মৌজার সীমানা। পূর্বে বেরুবাড়ী ইউপির সীমানা। উত্তরে বামনডাঙ্গা ইউপির সীমানা। দক্ষিণে পশ্চিম পয়রাডাঙ্গা মৌজার সীমানা |
০৯ |
পূর্ব পয়রাডাঙ্গা মৌজার অংশ- বাহারবন্দ, ডায়নারপাড়, পশ্চিম পয়রাডাঙ্গা মৌজার অংশ- ভুসরখাল, ভোগিরভিটা, আরাজি কুমরপুর মৌজা সম্পুর্ন। ওয়ার্ডের পশ্চিমে হাসনাবাদ ইউপির সীমানা, উত্তরে পশ্চিম পয়রাডাঙ্গা মৌজার সীমানা, দক্ষিণে ভিতরবন্দ ইউপির সীমানা, পূর্বে কালীগঞ্জ ইউপির সীমানা। |
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)