জেলা প্রশাসকের কার্যালয়,কুড়িগ্রাম। কক্ষ নং ৭ (সাত)।
জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পত্র পাওয়া মাত্র জরুরী ভিত্তিতে উপস্থাপন এবং গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন।
কার্যক্রমঃ লাইব্রেরি শাখা
১। পাঠকদের ( জেলা প্রশাসকের কার্যালয়ের ,কুড়িগ্রাম এর কর্মরত কর্মকর্তা ও কর্মচারী) সাথে যোগাযোগ রক্ষা করা।
২। বই নির্বাচন ও সংগ্রহ করা।
৩। লাইব্রেরি উন্নয়নের সংগ্রহ বৃদ্ধি করা।
৪। নতুন নুতুন তথ্য সংগ্রহ পূর্বক তথ্য ব্যবস্থাপনা করা।
৫। চাহিদার আলোকে বইয়ের বাজেট পেশ করা
৬। D D C মোতাবেক বই শ্রেনীকরণ করা
৭। পাঠকের চাহিদা মোতাবেক বই উপস্থাপনা করা।
৮। বই Accession no রেজিস্টারে রেজিস্টার করা।
৯। প্রতি ছয়মাস পরপর ধূপিকরণ/কীটনাশক দিয়ে বইয়ের পোকামাকড় প্রতিরোধ করা।
১০। লাইব্রেরি সামগ্রীহ কম্পিউটারাইজ করা।
ফরমস্ ও স্টেশনারী শাখা
১। মূদ্রয়ণ,লেখ-সামগ্রী, ফরমস্ ও প্রকাশনা অধিদপ্ত, আঞ্চলিক অফিস রংপুর থেকে ফরমস্ ও স্টেশনারী উত্তোলন।
২। সরকারীভাবে সরবরাহকৃত/প্রাপ্ত ফরমস্ ও স্টেশনারী দ্রব্য সমূহ সংরক্ষণ ও বিতরণ।
৩। সরবরাহকৃত স্টেশনারী দ্রব্যাদি ০৯(নয়) উপজেলায় বিতরণ করা।
৪। মওজুদ রেজিস্টার সংরক্ষন করা।
৫। চাহিদা অনুয়ায়ী ফরমস্ বিতরণ।
৬। ফরমস্ ও স্টেশনারী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও প্রয়োজনীয় সংখ্যক র্যাক সংগ্রহ করা।
৭। প্রাপ্ত দ্রব্যাদি সংশ্লিষ্ট কক্ষে সাজিয়ে রাখার জন্য ফরমস্ নং বা কোড নং ব্যবহার করা।
৮। বিনষ্ট দ্রব্যের হিসাব রাখা।
৯। মওজুদ শেষ হয়ে এলে চাহিদা নিরুপণ করা রিকুইজিশন প্রস্তুত করা।
১০। কীটনাশ ঔষদ প্রয়োগ।
ফরমস্ স্টেশনারি ও লাইব্রেরি শাখা। জেলা প্রশাসকের কার্যালয়,কুড়িগ্রাম। ই-মেইলঃ- dckurigram@mopa.gov.bd
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস