স্বাগতম
জেলা প্রশাসকের কার্যালয়
কুড়িগ্রাম, বাংলাদেশ
জেলা প্রশাসকের বাণী
কুড়িগ্রাম জেলার তথ্য বাতায়নে সবাইকে স্বাগতম। তথ্যের প্রবাহকে বেগবান করতে এবং তথ্যকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে এ পোর্টালে বিভিন্ন ট্যাব সংযোজিত হয়েছে। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র, গুরুত্বপূর্ণ খবর, নোটিশ, বিজ্ঞপ্তি পোর্টালে নিয়মিত প্রচার করা হয়। এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের তথ্য, প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার, তথ্য প্রদানকারী কর্মকর্তা, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার তথ্য সন্নিবেশিত রয়েছে। এছাড়াও সংবাদপত্র, এনজিওসহ বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত এবং বিভিন্ন গুরুত্বপুর্ণ ওয়েবসাইটের লিংক এতে সংযোজিত রয়েছে।
ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দিতে দেশের অন্যান্য জেলার সাথে ঐকতান রেখে এ জেলার জনগণও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। জনজীবনের মান উন্নয়নের লক্ষ্যে সরকারের উন্নয়নমুখী নানা প্রচেষ্টা বাস্তবায়নে সকলের সমন্বিত অংশগ্রহণের ফলে এক সময়ের মঙ্গাপীড়িত এ জেলা আজ উন্নয়নের মহাসড়কে । ভাওয়াইয়া গানের সুরে আর নদ-নদীর কলতানে উচ্ছ্বসিত জনগণের জীবনমান উন্নয়নে জেলাবাসীর এ অর্জন আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
সকল দপ্তরের সহযোগিতায় এ ওয়েব পোর্টালের মাধ্যমে নির্ভুল, সময়োপযোগী এবং হালনাগাদ তথ্য প্রদানে আমরা কাজ করে যাচ্ছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই জনগণের প্রয়োজন অনুযায়ী এ জেলার তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে এবং প্রতিনিয়ত হালনাগাদ করতে আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত একান্তভাবে কাম্য ।
জেলা প্রশাসক
কুড়িগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস