Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষা ও কল্যাণ শাখা
বিস্তারিত

শিক্ষা ও কল্যাণ শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম


নাগরিক সেবা

ক্রমিক নং

কাযাবলীসমূহ

সময়

১।

শিক্ষা সংক্রান্ত সরকারী আদেশ নিদের্শ ইত্যাদি সংরক্ষণ ও কাযর্ক্রমগ্রহণ।

০৩ দিন

২।

স্কুল/কলেজ/মাদ্রাসার সভাপতি মনোনয়ন সংক্রান্ত।

০৭ দিন

৩।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি সংক্রান্ত।

০৪ দিন

৪।

বিভিন্ন পাবলিক পরীক্ষায় গোপনীয় কাগজপত্র বি.জি. প্রেস,ঢাকা থেকে আনয়নের জন্যম্যাজিস্ট্রট নিয়োগকরণ।

১ দিন

৫।

স্কুল/কলেজ/মাদ্রাসার আথির্ক অনিয়ম অভিযোগ সংক্রান্ত বিষয়ে জরুরী ভিত্তিতেতদন্তের জন্য প্রেরণ। গুরতর অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরেপ্রেরণ ।

০৪ দিন

৬।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা

০১ দিন

৭।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদশর্নমতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ/ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ।

০৪ দিন

৮।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কমর্চারীদের বেতন বিল যাচাইক্রমে সভাপতিমহোদয়ের প্রতিস্বাক্ষরের পর বিল অনুমোদন ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে ফেরৎ প্রদান।

০৫ দিন

৯।

সরকারি স্কুল/কলেজে ভর্র্তি সংক্রান্ত নিদের্শাবলীর প্রেক্ষিতে জরুরী ভিত্তিতেকাযর্ক্রম গ্রহণ।

০৩ দিন

১০।

বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাযাবলী সম্পাদনা

০৫ দিন

১১।

শিল্পকলা ও শিশু একাডেমী সংক্রান্ত উধ্বর্তন কতৃর্পক্ষের নিদের্শাবলীবাস্তবায়ন

০৭ দিন

১২।

সরকারী কমর্চারীদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির আবেদন ফরম সংগ্রহ ও বিতরণ।

০৭ দিন

১৩।

এস এস সি, এইচ এস সি, ডিগ্রী (পাস/অনার্স), মাস্টার্স পরীক্ষা গ্রহণ সংক্রান্তকাযাবলীএবং এস এস সি, ও এইচ এ সি ফলাফল বিবরণীবিতরণ।

০১ দিন

১৪।

মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রন্ত কাযাবলী এবং দাখিল,আলিম, ফাযিল, কামিল পরীক্ষার ফলাফল বিবরণী বিতরণ।

০১ দিন

১৫।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রান্তকাযাবলী এবং ফলাফল বিবরণী বিতরণ।

০১ দিন

১৬।

গণশিক্ষা বিষয়ক কাযাবলী সম্পাদান।

০৩ দিন

১৭।

খেলাধুলা সংক্রান্ত পত্রের ব্যবস্থা গ্রহণ।

০৪ দিন

১৮।

জনস্বাথে র্সংশ্লিষ্ট গুরুত্বপুণর্পত্র পাওয়া মাত্র জরুরী ভিত্তিতেউপস্থাপনকরণ।

অতি জরুরী-০১ দিন,জরুরী-০২ দিন, সাধারণ-০৩ দিন

১৯।

শিক্ষা সংক্রান্ত যেকোন পরামর্শ প্রদান

তাৎক্ষণিক জটিল ক্ষেত্রে-০২দিন


কার্যক্রম

              বিষয়

                                                গৃহীত কার্যক্রম

বিভিন্ন পাবলিক পরীক্ষা।

সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আনয়ন এবং পরীক্ষা  শুরুর পূর্বে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা আহবান করা।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ১৪৪ ধারা জারিকরণ। পরীক্ষা চলাকালীন সময়ে  শাখায় কন্ট্রোল রুম চালু করা ও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ।

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত।

প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কমিটি গঠন/নির্বাচন পরিচালনার অনুমতি/প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যাপারে নথি উপস্থাপন ও অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিতকরন।

জেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ।

সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আনয়ন।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ১৪৪ ধারা জারিকরণ ও ফলাফল প্রকাশ।

শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ সংক্রান্ত ।

শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ ও তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ব্যাবস্থা গ্রহনের  জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের বেতন বিল পাস।

যেসকল প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক মর্যাদার কোন কর্মকর্তা সে সকল প্রতিষ্ঠানের বিল প্রাপ্তির পর তা সংশ্লিষ্ট ফাইলে উপস্থাপন করে উর্দ্ধতন কর্মকর্তার প্রতিস্বাক্ষর ও চেক অনুমোদনের মাধ্যমে বিল প্রদান।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য একাডেমিক স্বীকৃতি।

একাডেমিক স্বীকৃতি লাভের জন্য প্রাপ্ত কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ।

নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সঙ্ক্রান্ত কার্যক্রম।

আদিবাসীদেরপ্রকল্প প্রস্তাব প্রস্ত্ততকরণসহ অন্যান্য কাজে সহযোগিতা প্রদান করা হয়।মন্ত্রনালয়ের নির্দেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সঙ্ক্রান্ত তথ্য প্রেরণ, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক উন্নয়নে লক্ষে বিশেষ এলাকা (আদিবাসীদের) উন্নয়ন থেকে  বরাদ্দপ্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ দেয়া।

রেড ক্রিসেন্ট/স্কাউট/গার্লস গাইড সংক্রান্ত কার্যক্রম

পত্রের নির্দেশনা অনুযায়ী  কার্যক্রম । যেমন- ক্যাম্পিং সংক্রান্ত ।

জেলা প্রশাসক সম্মেলন ও বিভাগীয় সম্মেলন।

চাহিত তথ্য সংগ্রহকরণ ও জেলা প্রশাসকের গোপনীয় শাখা ও সাধারণ শাখায় প্রেরণ।

পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন।

প্রাপ্ত আবেদন যাচাই করে  চেয়ারম্যান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এর অনুমোদনের জন্য প্রেরন ।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন।

পরিদর্শন প্রতিবেদন সংরক্ষণ ও সাধারন শাখায় প্রেরণ।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প।

প্রাপ্ত তথ্য সংগ্রহ ও ১ম ও ২য় পক্ষের প্রতিবেদন জেলা প্রশাসকের গোপনীয় শাখায় ও বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবরে প্রেরণ।

উপানুষ্ঠানিক শিক্ষা।

স্কুল হতে ঝড়ে পড়া শিশু ও বয়স্কদের  নিয়ে  শিক্ষা কার্যক্রম।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন।

শিল্পকলা একাডেমী।

উপজেলা কমিটির অনুমোদনের জন্য নথি উপস্থাপন।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা। শিল্পকলা একাডেমীর কর্মচারীদের মাসিক বিল অনুমোদন।দুঃস্থ শিল্পীদের ভাতা বিতরন।

শিশু একাডেমী।

প্রতিভা বিকাশ বিষয়ক বিভিন্ন প্রতি্যোগিতা তত্ত্বাবধায়ন। জাতীয় ও আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উদযাপনে শিশু একাডেমীকে সহায়তা করা।

ইসলামিক ফাউন্ডেশন ।

চাঁদ দেখা কমিটির  মাসিক  কার্যক্রম। ইমাম প্রশিক্ষণের ব্যাপারে তদারকি।হজ্জের আবেদন পত্র গ্রহন।

অন্যান্য।

কল্যাণ সম্পর্কিত যাবতীয় কার্যক্রম।যাবতীয় ট্রাস্ট সংক্রান্ত কার্যক্রম।মহিলা ও শিশু কল্যাণ/নারী পুনর্বাসন/যুব কল্যাণ/জনকল্যাণ/ধর্ম সংক্রান্ত কার্যক্রম।সার্বিক সাক্ষরতা আন্দোলন।সার্বজনীন প্রাথমিক শিক্ষা।সুগার সেচ ও রাস্তা উন্নয়ন।

 

 

 


যোগাযোগ

শিক্ষা ও কল্যাণ শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামকক্ষ নং- ফোনঃ ০৫৮১-৫১১০৩ ই-মেইলঃ acedukurigram@mopa.gov.bd, acedukurigram@gmail.com


ছবি
kurigram.gov.bd/dcoffice_section/a401c286_102a_45e9_a885_9bb1abc88632/c5ad1ea944540fd9ca445d93523e5953.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা