Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ শাখা
বিস্তারিত

সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম,  দোতলা, কক্ষ নং- ৪৯।


নাগরিক সেবা

ক্রমিক নং

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

চিঠিপত্র গ্রহন

জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে প্রেরীত সকল (গাপনীয় ব্যতীত) প্রকার চিঠিপত্র গ্রহন করা হয়। প্রাপ্ত চিঠিপত্র সমূহ জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয় কর্তৃক স্বাক্ষরের পর তা সংশ্লিষ্ট শাখায় বিতরণ করা হয়।

সবোর্চ্চ ১(এক) দিন/ তাৎক্ষণিক

চিঠিপত্র প্রেরণ

এই কার্যালয়ের বিভিন্ন শাখা ( রাজস্ব, এলজি, ষ্ট্যাম্প শাখা ব্যতীত) হতে প্রাপ্ত চিঠিপত্র সমূহ প্রয়োজনীয় সার্ভিস ষ্ট্যাম্প সংযোজন পূর্বক পোষ্ট অফিসের মাধ্যমে প্রাপকের অনুকূলে প্রেরণ করা হয়।

তাৎক্ষণিক ভাবে। চিঠিপত্র বেলা ২.০০টার পর পাওয়া গেলে তা পরের দিন  জি ই পি/ রেজিস্ট্রেরী করা হয়।

       

রাসায়নিক সার ডিলার লাইসেন্স প্রদান  এবং অন্যান্য কার্যক্রম

      সরকারি নির্দেশনা মোতাবেক সময় সময় বিজ্ঞপ্তির মাধ্যমে লাইসেন্সের আবেদনপত্র গ্রহন করা হয়। প্রাপ্ত আবেদনপত্র সমূহ জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে উপস্থাপন এবং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট আবেদনপত্র সমূহ বিসিআইসিতে প্রেরণ করা হয়েছে।

      সার সংকট মোকাবেলার জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম গ্রহন অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা মোতাবেক তথ্য সংগ্রহ ও প্রেরণ করা হয়ে থাকে।

ইটভাটার লাইসেন্স প্রদান

ইটভাটার লাইসেন্স এর জন্য আবেদন প্রাপ্তির পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশমতে তদন্ত কমিটির নিকট প্রেরণ করা হয়। পরর্বতীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তিরপর প্রতিবেদন ইতিবাচক হলে বিধি মোতাবেক অগ্রিম উৎস কর ও লাইসেন্স ফি টি আর চালানে জমা  সাপেক্ষে আবেদনকারীর অনুকূলে ৩ বছর মেয়াদী লাইসেন্স ইস্যু করা হয়।

 -

মুক্তিযোদ্ধা সম্পর্কিত কার্যক্রম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত এবং প্রেরীত মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র বিতরণ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট প্রেরণ করা হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধার সৎকার/ পরিবহন সংক্রান্ত বিল বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত জেলা কমিটির সভা করণ।

মুক্তিযোদ্ধাদের বিবিধ কার্যক্রম।

 -

মাসিক সভা সংক্রান্ত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় কমিটির সভা ও প্রতিবেদন প্রেরণ করা হয়।

এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা।

কুড়িগ্রাম এনজিও পোর্টাল বাস্তবায়ন সংক্রান্ত সভা।

বিভিন্ন প্রকার আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, আর্ন্তজতিক স্বাক্ষরতা দিবস, আন্তজাতিক মার্তৃভাষা দিবস, আন্তজাতিক জনসেবা দিবস, বিশ্ব পরিবেশ দিবস, মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্ত্ততি মূলক সভার আয়োজনসহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ ছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকার  দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম গ্রহন করা হয়।

কৃষি পূনর্বাসন সংক্রান্ত কার্যক্রম

কৃষি পুনর্বাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। তবে উক্ত কাজের সংগে উপজেলা নির্বাহী অফিসার ও উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জড়িত থাকেন।

 -

আর্থিক অনুদান সংক্রান্ত কার্যক্রম

বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা,২০১৩ এর আলোকে বিভিন্ন বিভাগ হতে প্রাপ্ত আবেদনপত্রসমূহ জেলা পর্যায়ের কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

-

১০

বিবিধ কার্যক্রম

জেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে  প্রতিনিধি মনোনয়ন দেয়া হয়।

হজ্জ্ব সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

সরকারি নির্দেশনা সংক্রান্ত বিভিন্ন প্রকার কার্যক্রম।

 -


চলতি প্রকল্পসমূহ

v  কুড়িগ্রাম এনজিও পোর্টাল বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম।


কার্যক্রম

v  জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।

v  এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা।

v  জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা।

v  জেলা প্রশাসক সম্মেলন এর কার্যপত্র প্রস্তুতকরণ ও প্রেরণ।

v  বিভিন্ন প্রকার মতবিনিময় সভা।

v  ইট পোড়ানোর লাইসেন্স ও অনুমতি প্রদান।

v  ডিলারদেরকে নন-ইউরিয়া সারের উপবরাদ্দ প্রদান।

v  কৃষকদের মাঝে সার বিতরণ ও উত্তোলনে সহায়তা প্রদান ।

v  মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান।

v  মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান।

v  প্রয়াত মুক্তিযোদ্ধাদের সৎকার/পরিবহন বাবদ বিল প্রদান।

v  বার্ড ফ্লু সংক্রান্ত কার্যক্রম।

v  বিভিন্ন বিভাগের দরপত্র কমিটিতে প্রতিনিধি মনোনয়ন।

v  বন ও বৃক্ষরোপন সংক্রান্ত কার্যক্রম।

v  হজ্জ্ব সংক্রান্ত কার্যক্রম।

v  খাদ্য বিভাগ সংক্রান্ত কার্যক্রম।

v  জেলা ক্রীড়া সংস্থা/মহিলা ক্রীড়া সংস্থা সংক্রান্ত কার্যক্রম

v  বিভিন্ন বিভাগ কর্তৃক গৃহীত ও সম্পাদিত উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি সংরক্ষণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

v  সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন প্রকার নীতিমালা ও গঠণতন্ত্রের উপর মতামত প্রদান/ প্রতিবেদন প্রেরণ।

v  কৃষি পূনর্বাসন কার্যক্রম।

v  কুড়িগ্রাম এনজিও পোর্টাল সংক্রান্ত কার্যক্রম।

v  বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত কারণে আর্থিক অনুদান সংক্রান্ত কার্যক্রম।


যোগাযোগ

ই-মেইল: acgenkurigram@mopa.gov.bd ফোন-০২৫৮৯৯-৫০০৩৭


অন্যান্য

0


ছবি
www.kurigram.gov.bd/dcoffice_section/a816e383_1902_11e7_9461_286ed488c766/GENAREL.JPG
ভারপ্রাপ্ত কর্মকর্তা