Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

.

জনাব নুসরাত সুলতানা

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

কুড়িগ্রাম-এঁর সংক্ষিপ্ত পরিচিতি


কর্মজীবন

জনাব নুসরাত সুলতানা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম গোলাম কাদের এবং মাতা মরহুমা ফাতেমা বেগম। শিক্ষানুরাগী পিতা-মাতার অনুপ্রেরণা ও সহযোগিতায় তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। তিনি ২৫ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন সদস্য হিসেবে ২১ আগস্ট ২০০৬ তারিখে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে তাঁর পথচলা শুরু করেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এ ন্যস্ত হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এ সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও জেলা প্রশাসকের কার্যালয়, ফেনীতে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

জনাব নুসরাত সুলতানা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন উল্লেখযোগ্য পদে আসীন ছিলেন। তিনি বাংলাদেশ চা বোর্ডের উপসচিব, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক এবং জীবন বীমা কর্পোরেশনে মহাব্যবস্থাপক ছিলেন। এছাড়াও তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম -এ উপপরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক, কুড়িগ্রাম হিসেবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের অধীনে উপ-ভূমি সংস্কার কমিশনার হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন। 


ব্যক্তিগত জীবন

জনাব নুসরাত সুলতানা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের সুবাদে তিনি যুক্তরাজ্য, ভারত ও চীনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জননী।


শিক্ষাজীবন

জনাব নুসরাত সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে এম.এস.সি. ডিগ্রি অর্জন করেন।


পুরস্কার

জনাব নুসরাত সুলতানা কর্মসম্পাদন, নিষ্ঠা, দক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম পদে কর্মরত থাকাকালীন জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২০-২০২১) -এ ভূষিত হন। সেই সাথে তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় সমাজসেবা মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ বিভাগীয় পরিচালক নির্বাচিত হন। এছাড়া তিনি কুমিল্লার বরুড়া উপজেলায় ইউএনও থাকাকালীন অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সেরা সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন।