শিরোনাম
১৯ জুন ২০২২ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাচমাথা ঘাট এলাকায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম, নাগেশ্বরী উপজেলার উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।