শিরোনাম
রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, রাজারহাট, ফুলবাড়ী, রাজিবপুর ও রৌমারী উপজেলায় বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জ, বণিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সকল উপজেলায় এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।