জেলা প্রশাসনের ডিজিটাল সম্পর্কিত বিভিন্ন কাজ এ শাখা হতে করা হয়।
E-Nothi
National Web Portal Framework
Info Sarker-3
· ন্যাশনাল ওয়েব পোর্টাল বাস্তবাযয়ন ও এর কার্যক্রম পর্যবেক্ষণ করা।
· ন্যাশনাই ই-সার্ভিস সিস্টেম বাস্তবায়ন ও এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
· জেলা ও উপজেলার ওয়েব পোর্টাল এবং ইউনিয়ন পোর্টাল হালনাগাদ করণ।
· জেলা পর্যায়ে আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা।
· জেলা পর্যায়ে মাসিক আইসিটি বিষয়ক সভা আহবান ও পরিচালনা করা।
· জেলা ইনোভেশন টীমের মাসিক সভা আহবান ও পরিচালনা করা।
· অফিসের কর্মকান্ডে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)এর সর্বোত্তম
ব্যবহার।
· ভিডিও কনফারেন্সের আয়োজন।
· ই-গভর্নেন্স এবং ই-রিপোটিং বাস্তবায়ন।
· তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ।
· BCC হতে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাবে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
· UDC তথ্য সেবা কেন্দ্রের প্রতিবেদন গ্রহণ ও প্রেরণ।
· বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত পত্র বিভিন্ন সরকারী অফিসে ই-মেইল এর মাধ্যমে প্রেরন।
· জেলা, উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত/স্থাপিতব্য ই-সেবা কেন্দ্রসমূহের সুষ্ঠু
ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিতকরণ।
· বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন সংক্রান্ত কার্যক্রম।
· লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন সংক্রান্ত কার্যক্রম
· ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে অত্র শাখা হতে কম্পিউটার ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম
গ্রহণ করা হয়ে থাকে।
· ল্যান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা।
· অনলাইনের মাধ্যেমে সকল কার্যক্রম চালু করণ।
ওয়েব পোর্টাল ও ই-নথির কাজে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অনান্য অফিস কে সহযোগীতা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS