Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

     কুড়িগ্রাম জেলা বাংলাশে

      কুড়িগ্রাম উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। এ জেলার আয়তন ২২৫৫.২৯ বর্গ কিলোমিটার। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কুচবিহার জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের আসাম প্রদেশের ধুবড়ী ও মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা, পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা।      আমত্মর্জাতিক সীমারেখা  রয়েছে ২৭৮.২৮ কিলোমিটার।

    

    ভূ-প্রকৃতি - নদীবেষ্ঠিত পলি গঠিত সমতল ভূমি ও চরাঞ্চল।প্রধান নদী - ব্রক্ষ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর, ফুলকুমোর, সোনাভরি, জিঞ্জিরাম, গঙ্গাধর, হলহলিয়া। এছাড়া নীলকমল, শিয়ালদহ, কালজানী, জালছিরা, ধরনী ইত্যাদি সহ আরো অনেক নদী এ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ জেলায় ভারতীয় ছিটমহল রয়েছে ১২টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে ১৮টি।