Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

সাহিত্যও সংস্কৃতিতে এ জেলা সমৃদ্ধ। এ অঞ্চলে এখনও অনুষ্ঠিত হয় চিলমারীর অষ্টমীরমেলা, সিঁদুরমতির মেলা, মাদাইখেলের মেলা, মাসানকুড়ার মেলা, দশহরার মেলা, চেংরার মেলা, সিদ্ধেশ্বরীর মেলা, কালীর মেলা, শিবের মেলা, গাজীর মেলা-কত যেমেলা তার ইয়ত্তা নেই । এই মেলাগুলো শুধু বিকি-কিনির আড়তই নয় বরং মানুষেরমানসিক প্রশান্তির খোরাকও বটে। এ জনপদে গড়ে উঠেছে অনেক নাট্যমন্দির। এরমধ্যে কুড়িগ্রাম ন্যাশনাল থিয়েটার হল, বিণাপানি নাট্যমন্দির, উলিপুরনাট্যমন্দির, ভিতরবন্দ নাট্যমন্দির, পাঙ্গা নাট্যমন্দির ছিল প্রসিদ্ধ ।পরবর্তী সময়ে জেলা শিল্প কলা হল, পৌরসভা হল, টাউন হল-এর নাম উল্লেখযোগ্য ।

 

জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে-

  • জেলা শিল্পকলা একাডেমী, কুড়িগ্রাম
  • কছিম উদ্দিন ভাওয়াইয়া সাংস্কৃতিক পরিষদ,কুড়িগ্রাম
  • সাম্প্রতিক সাংস্কৃতিক গোষ্টি, কুড়িগ্রাম
  • কুসাক্রী সংসদ, কুড়িগ্রাম
  • আববাস উদ্দিন সংগীত একাডেমী, কুড়িগ্রাম
  • প্রগতি সংসদ, কুড়িগ্রাম
  • জেলা ভাওয়াইয়া একাডেমী, কুড়িগ্রাম
  • মিতালী শিল্পী গোষ্টি, কুড়িগ্রাম
  • খলিলগঞ্জ সূর্য শিল্পী গোষ্টী, কুড়িগ্রাম
  • সাজু সংগীতাংগন, কুড়িগ্রাম
  • প্রচ্ছদ, কুড়িগ্রাম
  • স্পন্দন, কুড়িগ্রাম
  • উদীচি শিল্পী গোষ্ঠি, কুড়িগ্রাম
  • নৃত্য শিল্পী সংস্থা, কুড়িগ্রাম
  • দিশারী, কুড়িগ্রাম
  • ঐতিহ্য, কুড়িগ্রাম