Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস- ২০২২ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন কুড়িগ্রামের উদ্যোগে অনলাইন ভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতা ।
বিস্তারিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস- ২০২২ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন কুড়িগ্রামের উদ্যোগে অনলাইন ভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুড়িগ্রাম জেলার আওতাধীন সকল শিক্ষার্থী তিনটি ভিন্ন ক্যাটাগরিতে নিম্নোক্ত লিংকসমূহ ব্যবহার করে আগামী ১২/০৮/২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। ১৩/০৮/২০২২ তারিখ শনিবার সকাল ১০.০০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত জেলার ফেসবুক অ্যাকাউন্টে প্রদত্ত লিংক - এ উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ব্রাউজ করুন জেলা প্রশাসনের ওয়েবসাইটেঃ www.kurigram.gov.bd

 

৬ষ্ঠ--৮ম শ্রেনীর রেজিস্ট্রেশন লিংকঃ

https://docs.google.com/.../1M94LYV3WcwUB-HfczF1L.../edit...

 

৯ম-১০ম শ্রেনীর রেজিস্ট্রেশন লিংকঃ

https://docs.google.com/.../1EhgDo6M5VZg3DIBSME1L.../edit...

 

কলেজ ও তদূর্ধ্ব শ্রেণির রেজিস্ট্রেশন লিংক

https://docs.google.com/.../1WjpBCixHRFlqxPDDDV4W.../edit...

 

কুইজের বিষয়: বাংলাদেশের ইতিহাস ও ঐতিয্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাম্প্রতিক বিষয়াবলী ও অন্যান্য ।

 

এছাড়াও, ১২/০৮/২০২২ তারিখ সকাল ১১ টার মধ্যে "বঙ্গবন্ধুর বাংলাদেশ" শিরোনামে ১০০০ শব্দের রচনা eawskurigram@gmail.com ই- মেইলে দাখিল করা যাবে। ১০০০ শব্দের বেশি হলে রচনা মূল্যায়ন করা হবেনা এবং অবশ্যই পিডিএফ ফরম্যাটে প্রেরণ করতে হবে (হাতে লেখা হলে স্ক্যান কপি)

জাতির পিতার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার এই প্রচেষ্টায় সর্ব সাধারণের আন্তরিক অংশগ্রহণ একান্ত প্রত্যাশিত।

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/08/2022
আর্কাইভ তারিখ
27/10/2022