Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার লাভ ।
বিস্তারিত

জনাব মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, তথ্য-প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, উপস্থাপন দক্ষতা ও অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে কাঙ্ক্ষিত মান অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা।